সর্বশেষ

প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যের বই বিক্রি করায় শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত বই বসুরহাট বাজারে বিক্রি করার অপরাধে ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিসার।  জানা গেছে, গত সোমবার প্রধান শিক্ষক আবদুল মান্নান তার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের কাছ থেকে সরবরাহকৃত বিনা মূল্যের বই বসুরহাট বাজারে বিক্রি কালে বসুরহাট জিরো পয়েন্টে স্থানীয় লোকজন দেখে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম নুরুজ্জমানকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক মান্নানকে বই বিক্রির অপরাধে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম নুরুজ্জমান জানান, প্রধান শিক্ষক মান্নান নোটিশের জবাব দিয়েছে। তার জবাবসহ জেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.