সর্বশেষ

কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণে মুল হোতাকে গ্রেপ্তারের দাবীতে ইউএনও অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার্থী ছাত্রী আয়েশা আক্তারকে (১২) অপহরণের মুল হোতা বাদশা প্রকাশ জুয়েল্লা বাদশাকে (২৪) গ্রেপ্তারের দাবীতে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন অপহরণ কারী বাদশাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

উল্লেখ্য, চরফকিরা ইউনিয়নের জামাল উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ে আয়েশা খাতুন শনিবার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শেষে বাড়ী ফেরার সময় একটি সিএনজি অটো রিক্সা (নং-নোয়াখালী থ-১১-০৮৫৯) যোগে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে অপহৃতার আত্বীয় স্বজন আয়েশার চিৎকার শুনে তালতলি এলাকায় সিএনজি গাড়ীসহ অপহরণকারী একরামুল হক মোহন (২৫), এরফান হোসেন (২০), মোঃ নুর ইসলাম (২৩) ও বাদশা প্রকাশ জুয়েল্লা বাদশাকে (২৪) আটক ও স্কুল ছাত্রী অপহৃতা আয়েশা আক্তারকে উদ্ধার করে। বিক্ষুব্ধ জনতা অপহরণকারীদেরকে গণপিটুনি দিয়ে তিনজনকে সিএনজি গাড়ীসহ পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে অপহৃতা আয়েশা আক্তারের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.