নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার্থী ছাত্রী আয়েশা আক্তারকে (১২) অপহরণের মুল হোতা বাদশা প্রকাশ জুয়েল্লা বাদশাকে (২৪) গ্রেপ্তারের দাবীতে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন অপহরণ কারী বাদশাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।
উল্লেখ্য, চরফকিরা ইউনিয়নের জামাল উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ে আয়েশা খাতুন শনিবার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শেষে বাড়ী ফেরার সময় একটি সিএনজি অটো রিক্সা (নং-নোয়াখালী থ-১১-০৮৫৯) যোগে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে অপহৃতার আত্বীয় স্বজন আয়েশার চিৎকার শুনে তালতলি এলাকায় সিএনজি গাড়ীসহ অপহরণকারী একরামুল হক মোহন (২৫), এরফান হোসেন (২০), মোঃ নুর ইসলাম (২৩) ও বাদশা প্রকাশ জুয়েল্লা বাদশাকে (২৪) আটক ও স্কুল ছাত্রী অপহৃতা আয়েশা আক্তারকে উদ্ধার করে। বিক্ষুব্ধ জনতা অপহরণকারীদেরকে গণপিটুনি দিয়ে তিনজনকে সিএনজি গাড়ীসহ পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে অপহৃতা আয়েশা আক্তারের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণে মুল হোতাকে গ্রেপ্তারের দাবীতে ইউএনও অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণে মুল হোতাকে গ্রেপ্তারের দাবীতে ইউএনও অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।