সর্বশেষ

কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী রাতে গ্রেপ্তার সকালে মুক্তি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুর হোসেন বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ওয়ারেন্টি ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী তাজ উদ্দিন স্বপনকে (৩০) গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে ছেড়ে দেয়। তাজ উদ্দিন সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে।   জানা যায়, ২০০৬ সালের বসুরহাট জিরো পয়েন্টে জামাই-শ্বশুর মারামারির ঘটনায় শ্বশুর আবদুর রবের মামলায় তাজ উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল। এছাড়া বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সেলর এবিএম ছিদ্দিকের স্কুল পড়–য়া মেয়ে অপহরণ মামলার ২নং আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ১টার সময় ওই এলাকায় তাজ উদ্দিনকে তার শ্বশুর বাড়ী থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।

কোম্পানীগঞ্জ থানার এসআই নুর হোসেন আসামী তাজ উদ্দিনকে ছেড়ে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী অসুস্থ বিধায় তাকে ছেড়ে দিয়েছি। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.