নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুর হোসেন বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ওয়ারেন্টি ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী তাজ উদ্দিন স্বপনকে (৩০) গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে ছেড়ে দেয়। তাজ উদ্দিন সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে। জানা যায়, ২০০৬ সালের বসুরহাট জিরো পয়েন্টে জামাই-শ্বশুর মারামারির ঘটনায় শ্বশুর আবদুর রবের মামলায় তাজ উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল। এছাড়া বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সেলর এবিএম ছিদ্দিকের স্কুল পড়–য়া মেয়ে অপহরণ মামলার ২নং আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ১টার সময় ওই এলাকায় তাজ উদ্দিনকে তার শ্বশুর বাড়ী থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
কোম্পানীগঞ্জ থানার এসআই নুর হোসেন আসামী তাজ উদ্দিনকে ছেড়ে দেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী অসুস্থ বিধায় তাকে ছেড়ে দিয়েছি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী রাতে গ্রেপ্তার সকালে মুক্তি
কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী রাতে গ্রেপ্তার সকালে মুক্তি
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।