সরকারি সম্পত্তি উদ্ধার করতে গেলেই শাসক দলের নেতারা নাখোশ হন
অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি সম্পত্তি উদ্ধার করতে গেলেই সরকারি দলের প্রভাবশালী নেতাদের কাছ থেকে চাপ আসে। তাদের কথা না শুনলে নানা রকম অপপ্রচার করে বেড়ান। স্বার্থে আঘাত লাগলেই জেলা প্রশাসককে খারাপ বলে বেড়ান। প্রধানমন্ত্রী আমাকে নোয়াখালী পাঠিয়েছে, তিনি ছাড়া আর কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না, প্রধনমন্ত্রীকে ছাড়া কাউকে আমি ভয়ও পাই না।
গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পত্রিকা সমূহের সম্পাদক ও জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এসব কথা বলেন।
জেলা প্রশাসক এসময় উল্লেখ করে বলেন, নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সরকারি কর্মচারীরা সরকারি দলের নেতাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তিনি বলেন অবৈধ দখল উচ্ছেদ নিয়ে খোদ আওয়ামীলীগের জেলা সভাপতি অধ্যাপক মো. হানিফ আপত্তি তোলেন। এছাড়া উপজেলা চেয়ারম্যানসহ অন্য নেতাদের চাপতো ছিলই। জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূরীকরণ, যানজট নিরসন সর্বপরি জেলার উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা গ্রহণের কথা জানান।
এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।