মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
পুলিশের কর্তব্য কাজে অবহেলা, জনসাধারণের সাথে অসদাচরণ, নানা অনিয়ম ও পুলিশের শৃংখলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার দুপুরে কাজে যোগদান করতে আসলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন এসআই জাহিদকে নোয়াখালী জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে তাকে ক্লোজড করা হয়েছে বলে অবহিত করেন।
এসআই জাহিদ ১৫এপ্রিল থেকে তিনদিনের ছুটিতে বাড়ীতে যায়। ছুটি শেষে তার কর্মস্থলে যোগ না দেয়ায় নোয়াখালী জেলা পুলিশ সুপার ২০ এপ্রিল তাকে ক্লোজড করে। শুক্রবার দুপুরে যোগদান করতে থানায় আসলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন এসআই জাহিদকে ক্লোজড করার বিষয়টি অবহিত করেন। এ নিয়ে বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে চার বার প্রসিডিং দিয়েছে পুলিশ বিভাগ।
নোয়াখালী জেলা পুলিশ সুপার হারুন-উর রশিদ হাযারী ক্লোজড করার বিষয়টি স্বীকার করে বলেন, এসআই জাহিদ হোসেনকে শৃংখলা ভঙ্গের পরিপস্থি কাজ করার অপরাধে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) কে অবহিত করা হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।