সর্বশেষ

কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদ ক্লোজড

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
পুলিশের কর্তব্য কাজে অবহেলা, জনসাধারণের সাথে অসদাচরণ, নানা অনিয়ম ও পুলিশের শৃংখলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার দুপুরে কাজে যোগদান করতে আসলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন এসআই জাহিদকে নোয়াখালী জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে তাকে ক্লোজড করা হয়েছে বলে অবহিত করেন।
এসআই জাহিদ ১৫এপ্রিল  থেকে তিনদিনের ছুটিতে বাড়ীতে যায়। ছুটি শেষে তার কর্মস্থলে যোগ না দেয়ায় নোয়াখালী জেলা পুলিশ সুপার ২০ এপ্রিল তাকে ক্লোজড করে। শুক্রবার দুপুরে যোগদান করতে থানায় আসলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন এসআই জাহিদকে ক্লোজড করার বিষয়টি অবহিত করেন। এ নিয়ে বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে চার বার প্রসিডিং দিয়েছে পুলিশ বিভাগ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার হারুন-উর রশিদ হাযারী ক্লোজড করার বিষয়টি স্বীকার করে বলেন, এসআই জাহিদ হোসেনকে শৃংখলা ভঙ্গের পরিপস্থি কাজ করার অপরাধে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) কে অবহিত করা হয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.