মাস্টার্স কোর্স চালু ও ফার্মেসি কাউন্সিলের অনুমোদনসহ বিভিন্ন দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা আজও ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা ক্যম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
অফিস সময় শুরু হওয়ার পূর্ব মূহুর্তে প্রশাসনিক ভবনে তালা দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বাইরে অবস্থান করতে দেখা যায়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীগুলো হচ্ছে জানুয়ারি ২০১১ সেশনে মাস্টার্স কোর্স চালু, ফার্মেসি বিভাগের ফার্মেসি কাউন্সিলের অনুমোদন নিশ্চিত করা ও বিষয়ভিত্তিক সিনিয়র অধ্যাপক নিয়োগ করা।
- আবু নাছের মঞ্জু