কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন নোয়াখালী সংসদ গণঅনসন করে ।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মঞ্জরুল করিম মন্টু, শাহ আলম ভূঞা, মোস্তফা কামাল, নূর নবী, মনোয়ারুজ্জামান।
বক্তগণ অধিদপ্তরের কর্মরত ৭২০৬ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারিদের বয়স প্রমার্জন, পূর্ণকালীন চাকুরি শেষে বিদায় নেয়া কর্মচারিদের নিয়মিত করে পেনশন প্রদান, পারিবারিক পেনশন প্রথা চালু, ৩০% চাকুরি কোটা সংরক্ষণ করা সহ ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
- আবু নাছের মঞ্জু