বাস চাপায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়রা নোয়াখালী-লাকসাম সড়কে একঘন্টা অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুতন বাজার এলাকায় বিকাল পাঁচটার দিকে কুমিল্লা থেকে নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপেসের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি রিক্সায় পেছন দিক থেকে ধাক্কা দেয়। রিক্সাচাত্রী আলমগীর হোসেন(১৩) ঘটনাস্থলে মারা যায়।
এসময় আলমগীরের মা নুরজাহান বেগম(৩৫) ও রিক্সাচালক আবদুর রহমান(৪০) গুরুতর আহত হন। তাদের সোনাইমুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় জের ধরে বিক্ষুদ্ধ লোকজন নোয়াখালী-লাকসাম সড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোৗঁছে ছয়টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘পুলিশ লোকজনকে বুঝিয়ে অবরোধ তুলেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহত আলমগীরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। আলমগীর সোনাইমুড়ির করা গ্রামের বাসিন্দা।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।