সর্বশেষ

নোয়াখালীতে স্বাধীনতা দিবস পালিত

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পর্ঘ অর্পন করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী, জেলা আ.লীগের পক্ষে যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন কিরণ, জেলা বিএনপির পক্ষে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী মেডিকেল কলেজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র সংগঠন পৃথক পৃথকভাবে স্মৃতিস্তম্বে পুস্পার্ঘ অর্পন করেন।
সকালে মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, জেলার অন্যান্য উপজেলাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসুচী পালন করে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.