সর্বশেষ

কোম্পানীগঞ্জে ইসলাম-করিম ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইসলাম-করিম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বিভিন্ন হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের ১৫০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীর বৃত্তি বিতরণ করা হয়। চরহাজারী গ্রামের প্রয়াত শিক্ষানুরাগী নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
এতে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত, বিএনপির সভাপাতি আবদুলহাই সেলিম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাম-করিম ফাউন্ডেশনের ফাউন্ডার নুরুল করিম।
অনুষ্ঠানে ১৫০ জনকে দরিদ্র ও মেধাবী শিক্ষাবৃত্তি, একজনকে বিদেশে উচ্চশিক্ষাবৃত্তি প্রদান, চরহাজারী বড় ঈদগাও নির্মানের জন্য পাঁচলাখ টাকার চেক হস্তান্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ১৫টি কম্পিউটার এবং হাজারীহাট বিএম কলেজকে ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.