নোয়াখালীতে ডাকাতের গুলিতে ইস্তিয়াক হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়। এসময় ইস্তিয়াকের চাচা কামাল উদ্দিন (৪৫) গুলিবিদ্ধ হন। ইস্তিয়াক চাপরাশিরহাট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের হানিফ মঞ্জিল, কামাল উদ্দিন পাটোয়ারী বাড়ি ও দানু পাটোয়ারী বাড়ীতে ডাকাতি করে। ডাকাত দল তিনটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে করে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের থেকে ঘিরে ফেলে।
এ সময় ডাকাতরা এলোপাথাড়ী গুলি চালালে থাকে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ইস্তিয়াক ঘটনাস্থলে মারা যান। এসময় তাঁর চাচা কামাল উদ্দিন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে কৃহস্পতিবার ভোররাতে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য দুপুরের দিকে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কুমার দাস জানান, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর ইস্তিয়াকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ইস্তিয়াক রামেশ্বরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।