নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাইফ উদ্দিন খালেদ(২৭) নামে এক পোল্ট্রি খামারী খুন হয়েছেন। খালেদ চরকাঁকড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। গত মঙ্গলবার শেষ রাতের দিকে দুর্বত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে বুধবার থানায় মামলা হয়েছে।
জয়নাল আবেদীনর জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়া সেরে বাড়ির সামনের বৈঠক খানায় ঘুমাতে যান খালেদ। শেষ রাতের দিকে ছেলের চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন বিছানায় খালেদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। রাতেই তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়। জমিজমা বা অন্যকোন বিরোধের জের হিসেবে প্রতিপক্ষ হত্যাকাণ্ড খটাতে পারে ওসি ধারণা করছেন। এ ব্যপারে খালেদের ভাই আল্লামা ইকবাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।