সর্বশেষ

নোয়াখালীতে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালীতে যৌতুকের জন্যে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে গত সোমবার এই ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত গৃহবধু লিপি আক্তারের বাবা বাদী হয়ে মঙ্গলবার সুধারাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আহসান উল্লা পলাশ পলাতক রয়েছে।
লিপির বাবা নোয়ান্নয় ইউনিয়নের সালেহপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম জানান, একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আহসান উল্লার ছেলে পলাশের সাথে ৯৮ সালে লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে পলাশ যৌতুকের জন্য লিপিকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।
আবুল কালাম বলেন, ‘মেয়ের সুখের কথা চিন্তা করে গত তিন বছর আগে পলাশকে এক লাখ টাকা দিয়েছি। গত কয়েকদিন থেকে পলাশ আরো ৩০ হাজার টাকা দাবি করে। এ টাকা দিতে দেরি হওযায় সোমবার সে লিপিকে বেধম বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে লিপি সংজ্ঞাহীন হয়ে পড়লে মুখে বিষ ঢেলে দিয়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের লাশ পড়ে থাকতে দেখি’।

সুধারাম থানার এসআই রফিক জানান, মঙ্গলবার ময়না তদন্ত শেষে লিপির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার মুক্তিযোদ্ধা আবুল কালাম লিপির স্বামী বিরুদ্ধে মামলা দায়ের করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.