নোয়াখালীতে যৌতুকের জন্যে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে গত সোমবার এই ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত গৃহবধু লিপি আক্তারের বাবা বাদী হয়ে মঙ্গলবার সুধারাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আহসান উল্লা পলাশ পলাতক রয়েছে।
লিপির বাবা নোয়ান্নয় ইউনিয়নের সালেহপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম জানান, একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আহসান উল্লার ছেলে পলাশের সাথে ৯৮ সালে লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে পলাশ যৌতুকের জন্য লিপিকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।
আবুল কালাম বলেন, ‘মেয়ের সুখের কথা চিন্তা করে গত তিন বছর আগে পলাশকে এক লাখ টাকা দিয়েছি। গত কয়েকদিন থেকে পলাশ আরো ৩০ হাজার টাকা দাবি করে। এ টাকা দিতে দেরি হওযায় সোমবার সে লিপিকে বেধম বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে লিপি সংজ্ঞাহীন হয়ে পড়লে মুখে বিষ ঢেলে দিয়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের লাশ পড়ে থাকতে দেখি’।
সুধারাম থানার এসআই রফিক জানান, মঙ্গলবার ময়না তদন্ত শেষে লিপির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার মুক্তিযোদ্ধা আবুল কালাম লিপির স্বামী বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।