নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এই মানববন্ধনের আয়োজন করে।
অত্যাবশ্যকীয় ওষধের নিশ্চয়তাসহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবায় সকালের অভিগম্যতা নিশ্চিত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রর জেলা কমিটির সম্পাদক নুরুল আলম মাসুদ, উন্নয়ন কর্মী দিদারুল আলম, নারী শ্রমিক রোজি আক্তার, শিউলী আক্তার ও কামরুন নাহার।
বক্তারা নোয়াখালীর দুর্গম চরাঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের বিশেষ কর্মসূচি গ্রহণের দাবি জানান।
- আবু নাছের মঞ্জু