সর্বশেষ

নোয়াখালীর সেনবাগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

লোকসংবাদ প্রতিনিধি
‘সেবার আদর্শ ছড়িয়ে যাক সবার মাঝে’ এই স্লোগান নিয়ে নোয়াখালীর সেনবাগে সুফিয়া হানিফ মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট  মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার কল্যান্দী কিন্ডার গার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউছূফ ও বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক হাজি মনির আহমেদ, মানিক চন্দ্র দাস।
এর আগে সকালে কল্যান্দী কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত সুফিয়া হানিফ মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১১০ জন ছাত্রছাত্যী অংশগ্রহণ করে। এদর মধ্য থেকে ২০জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তির হিসেবে নগদ টাকা ও সদনপত্র বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ মো. ইসমাইল হোসেন ও মো. আবু বকর সিদ্দিক স্বপনকে গুণীজন সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.