সর্বশেষ

নোয়াখালীর সুবর্ণচরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

লোকসংবাদ প্রতিবেদন :
নোয়াখালীর সুবর্ণচরে হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মেহেদি হাসান।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম সুমন, ঋণ সমন্বয়কারী সামুল হক, হতদরিদ্র প্রকল্পের উজ্জিবিত কম্পনেন্টের সমন্বয়কারী গোলামুর রমান খোকন, এমডিও জামাল উদ্দিন বুলবুল।

অনুষ্ঠানে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন হতদরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.