সর্বশেষ

নোয়াখালীতে জলবায়ু পরিবর্তন, ভূমি বিপন্নতা এবং ভূমি জোনিং ম্যাপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লোকসংবাদ প্রতিবেদন
জলবায়ু পরিবর্তন, ভূমি বিপন্নতা এবং ভূমি জোনিং ম্যাপ বিষয়ক এক সেমিনার শুক্রবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রনালয় ও কম্প্রিহেনসিভ ডিজাস্টার মেনেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জেলা প্রশাসন সেমিনারটির আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়র সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিরেলন ভূমি মন্ত্রনালয়ের উপ প্রধান মামুনুল আলম, জোনাল সেটেলমেন্ট অফিসার মতিন উল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা মো. সানাউল্লা পাটোয়ারি, চর উন্নয়ন বসতি স্থাপন প্রকল্পের ভূমি উপদেষ্টা রেজাউল করিম, সাংবাদিক আবু নাছের মঞ্জু ও আকবর হোসেন সোহাগ।

প্রধান অতিথি বক্তব্যে ভূমি মন্ত্রনালয়র সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ভূমি জোনিং ম্যাপের মাধ্যমে সরকার ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। এতে করে ভূমিহীনদেরকে পুনর্বাসন, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। নোয়াখালীর চরে রহিঙ্গাদেরকে পুনর্বাসনের বিষয়ে সকারের নীতিগত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.