সর্বশেষ

নোয়াখালীতে পাঁচ গুনী শিল্পীকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

লোকসংবাদ প্রতিবেদন
নোখালীর শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হলো পাঁচজন গুণী শিল্পীকে। এরা হলেন-নাট্য ব্যক্তিত্ব বিমলেন্দু মজুমদার, নোয়াখালীর আঞ্চলিক গানের রচয়িতা ও সুরকার অধ্যাপক মো. হাশেম, সংগীত প্রশিক্ষক শিল্পী অধ্যাপক রমানাথ সেন, তালযন্ত্র শিল্পী তপন বিকাশ মজুমদার ও নৃত্যশিল্পী বানী সাহা।
এ উপলক্ষ্যে বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিক শামসুল হাসান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অনুপম বড়ুয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর মোমিন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদেরকে ক্রেস্ট প্রধান করা হয়। পরে নবীব ও প্রবীণ শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা আগত দর্শকদেরকে মুগ্ধ করে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.