সর্বশেষ

লক্ষ্মীপুরের কমলনগরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ যুবদলকর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হওয়ার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। আরিফ হোসেন (২৫) নামের ওই যুবদলকর্মী গত ২ মার্চ রাতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকাল ৮টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয় বলে কমলনগর থানার ওসি কবির হোসেন জানান।

নিহতের চাচাত ভাই আমজাদ হোসেন বলেন, উপজেলার চরলয় ইউনিয়নের বেড়ার মোড় এলাকায় কমলনগর সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফ বাম পায়ে গুলিবিদ্ধ হন। গুলিতে তার পায়ের হাড় ফুটো হয়ে যায়।

আহত অবস্থায় আরিফ হোসেনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতালে মঙ্গলবার অস্ত্রোপচারও করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ। তার লাশ লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমজাদ হোসেন জানান।
  • লক্ষীপুর প্রতিনিধি

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.