সর্বশেষ

নাশকতার আগুনে পুড়ল লক্ষ্মীপুর ভূমি অফিস


বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে, পুড়ে গেছে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারের নৈশ প্রহরী ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভূমি অফিসের পেছন দিকের একটি জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপি টানা অবরোধের মধ্যেই ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন হরতাল আহবান করা হচ্ছে। এর মধ্যে যানবাহনে নাশকতা, আগুন ও বোমাবাজির পাশাপাশি বিভিন্ন সরকারি কার্যালয় ও আওয়ামী লীগ অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
  • লক্ষীপুর প্রতিনিধি

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.