লক্ষ্মীপুর জেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আরিফুর রহমান ফরহাদ (৩৫) সদর উপজেলার মিরিকপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে উপজেলা সদর (র্পূব) যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান পাটওয়ারী জানান।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, বুধবার সকাল ৮টার দিকে মিরিকপুর বাজারে একটি কাঠকলের সামনে থেকে আরিফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ফরহাদের মাথা, পেট ও বুকে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।
গতবছর অগাস্ট মাসে দলের অভ্যন্তরীণ কোন্দলে ফরহাদকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় করা মামলার মোঃ রাশেদ নামের এক আসামিকে মঙ্গলবার গ্রেপ্তারও করে পুলিশ। এর জের ধরে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার বাবা নুরুল আমিন মাস্টারের ধারণা।
নিহতের বাবা নুরুল আমিন মাস্টার বলেন, মঙ্গলবার ফরহাদ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পর আবার রাত ৩টার দিকে কয়েকজন এসে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। সকালে লোকজন তার লাশ দেখে বাড়িতে খবর দেয়। সহকারী পুলিশ সুপার জানান, ফরহাদের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- লক্ষ্মীপুর প্রতিনিধি