নোয়াখালী জেলা শহরের মাইজদী হকার্স মার্কেটে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত একটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাইজদী ও চৌমুহনী স্টেশনে থেকে তিনটি ইউনিট এসে দেড়ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
মাইজদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্সের সিনিয়র স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর রয়েছে তৈরি পোষাকের দোকান, কম্পিউটার, মুদি, কনফেকশনারি, ফটোবাইডিং ও অয়েলডিং ওয়ার্কসপ।
হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আবুল কালাম জানান, অগ্নিকান্ডে ক্ষতি পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
মাইজদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্সের সিনিয়র স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর রয়েছে তৈরি পোষাকের দোকান, কম্পিউটার, মুদি, কনফেকশনারি, ফটোবাইডিং ও অয়েলডিং ওয়ার্কসপ।
হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আবুল কালাম জানান, অগ্নিকান্ডে ক্ষতি পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।
- আবু নাছের মঞ্জু