সর্বশেষ

নোয়াখালীতে জাতির জনকের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করে।

শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন অতিথি ছিলেন।

দুপরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে আলোচনা সভায় ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের  সভাপতিত্বে  ও ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক  উল্যাহ, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট কাজী মনজুরুল হক খসরু, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উদ্দিন এস্কান্দার কচির পুত্র নাছিম এস্কান্দার হেমেল, ক্লাবের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান রুদ্র, জেলা আওয়ামীলীগ নেতা মিয়া মোঃ শাহাজাহান, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদ উল্যাহ  খান সোহেল, জেলা চেম্বার অব কর্মাসের সহ সভাপতি গোলাম জিলানী দিদার, এনআরডএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল ও সিনিয়র সাংবাদিক বিজন সেন বক্তব্য রাখেন।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.