সর্বশেষ

আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নোয়াখালীতে রোববার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও নারী অধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সকাল ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ‘নারীর সার্বিক উন্নয়নে চাই সমান সুযোগ ও নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে উন্নয়ন সংস্থা এনআরডিএস, প্রান, গান্ধী আশ্রম, বন্ধন, উত্তরণ, ঘরনী, রিমোল্ড, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, আইন সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বন্ধনের পরিচালক আমিনুজ্জামান, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ন ম জাহের উদ্দিন, কবি এমদাদ হোসেন কৈশোর, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, এনআরডিএস এর প্রশাসনিক কর্মকর্তা অমল কৃষ্ণ অধিকারী, নারী নেত্রী রৌশন আক্তার লাকি ও সাংবাদিক আবু নাছের মঞ্জু, উন্নয়ন কর্মী ফিরোজ আনোয়ার অপু প্রমুখ।

বক্তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন পর্যায়ে নারী পুরুষ সমতা নিশ্চিত করার লক্ষ্যে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় নারীর প্রতি সব ধরণের বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.