বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় নোয়াখালীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার দুপরে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল বের করে ২০ দল। শহরের লক্ষীনারায়নপুর থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যিক শহর চৌমুহনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট সমর্থক গোষ্ঠির ব্যানারে আয়োজিত এ মিছিলটি মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পূর্ব বাজার কাঁচারী বাড়ী মসজিদের সামনে এসে শেষ হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়কে ও মাইজদী হাউজিং এস্টেট সহ বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ বিজয় মিছিল বের করে। সোমবার সন্ধ্যার পর থেকে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল বের করা হয়েছে।
মঙ্গলবার দুপরে জেলা শহর মাইজদীতে আনন্দ মিছিল বের করে ২০ দল। শহরের লক্ষীনারায়নপুর থেকে একটি বিজয় মিছিল শুরু হয়ে জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাণিজ্যিক শহর চৌমুহনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট সমর্থক গোষ্ঠির ব্যানারে আয়োজিত এ মিছিলটি মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পূর্ব বাজার কাঁচারী বাড়ী মসজিদের সামনে এসে শেষ হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান সড়কে ও মাইজদী হাউজিং এস্টেট সহ বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ বিজয় মিছিল বের করে। সোমবার সন্ধ্যার পর থেকে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল বের করা হয়েছে।