ফারহানা শারমিন |
ফা র হা না শা র মি ন
মন - মূর্তির শরীর
১.
অথচ এটা অপ্রত্যাশিত
এমন হওয়ার কথা ছিলনা
সময় ছিল সে এক, দুরন্ত উচ্ছলতায়
ভরপুর, বৃত্তহীন।
জমাট স্বপ্নের জীবন প্রবাহ
দেয়ালহীন,
বাঁধ ভাঙ্গা স্রোতের মতো কেবল ছুটে চলা,
নতুন দিনের আশায়।
আপন দর্পণে গন্তব্যের সীমারেখা ছাড়িয়ে
অর্গলবিহীন মনের ডানা মেলে সুদূর
আকাশপানে অনন্ত সুখের নীলিমায়
মিশে যাওয়া - বাধাহীন।
২.
স্বপ্ন বোধ করি এভাবেই ভাঙ্গে
নির্মম আর নিষ্ঠুর।
ভালবাসার তরী বেয়ে মহাসাগর
পাড়ি দেয়ার সাধ।
কিংবা, নতুন কোন ইতিহাস।
হায়রে নির্বোধ ফেরিওয়ালা,
কী স্বপ্নে বিভোর ছিলে?
অদৃশ্যে অদৃষ্ট হাসে
নিদারুণ করুনায়।
তীরে পৌঁছা আর হয়না।
বিষাদী ঝড় তরী ডুবিয়ে দেয়,
অতল গহ্বরে।
৩.
সেদিন চুরি করে তোমার প্রান্তে গিয়েছিলাম,
কোলাহলে ভরা প্রান্তর।
আমি দেখি শূন্যতা আর-
কাছের মানুষেরা দূরে।
বালিয়াড়ির বুকে ঝড়ে বিধ্বস্ত,
বিপন্ন একা দাড়িয়ে যে ভুল করেছিলাম
তার মাশুল দিতে হল।
নির্বোধ ফেরিওয়ালা যে ছিদ্র রচেছিল,
তা কেউ বন্ধ করে দেয়নি।
অজান্তে ছিদ্র বড় হতে থাকে
সদাই সব নিশ্চিহ্ন হয়।
অতঃপর শুন্য ঝুড়ি।
নির্বোধ ফেরিওয়ালার নীরব আর্তনাদ।
আর কাছের মানুষ দূরে...
৪.
'শূন্য' বোঝো তুমি 'শূন্য'?
ইদানিং আমারও শূন্য হতে ইচ্ছে করে।
কেউ নেই, কিছু নেই, কেবলই শূন্য।
আজকাল 'ভাল্লাগেনা' কিছু।
তুমুল আড্ডা,
উদ্দেশ্যহীন পথচলা কিংবা
গভীররাতে 'সাইকো' মুভি-
কোনটাই আর জমেনা।
জীবনটাকে কোন ছকে এখনো
আবদ্ধ করতে পারিনি।
যখনই মনে হয়- হ্যাঁ
এখনই উপযুক্ত সময়,
ঠিক তখনই ঘটে এলোমেলো সব
ঘটনা - একের পর এক।
জীবনের অর্থটা মুহূর্তেই
পরিবর্তিত হয়ে যায়।