লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্লাহ, বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু, আওয়ামী লগি নেতা আবু তাহের, ড: আবদুস সাত্তার ফরায়েজী।
মেলায় মুক্তিযুদ্ধ দেশীয় পণ্যের দুইশটি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিকেল থেকে মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিষয় ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত: ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের উপস্থিতে নোয়াখালীতে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছর বিজয়ের মাসে জাকজমকপূর্ণ পরিবেশে এই মেলা হয়ে আসছে। দেশ বরেণ্য রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠকদের উপস্থিতি এই আয়োজনকে সমৃদ্ধ করছে।
নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্লাহ, বিজয় মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু, আওয়ামী লগি নেতা আবু তাহের, ড: আবদুস সাত্তার ফরায়েজী।
মেলায় মুক্তিযুদ্ধ দেশীয় পণ্যের দুইশটি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিকেল থেকে মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিষয় ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত: ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের উপস্থিতে নোয়াখালীতে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছর বিজয়ের মাসে জাকজমকপূর্ণ পরিবেশে এই মেলা হয়ে আসছে। দেশ বরেণ্য রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠকদের উপস্থিতি এই আয়োজনকে সমৃদ্ধ করছে।