সর্বশেষ

কলকাতায় প্রেট্রোপলে বিশ্ব ইস্তেমাগামীদের সমাগম

সোহাগ সরকার, কলকাতা:
বৃহস্পতিবার বিকালে কলকাতার প্রেট্রোপলে কয়েকশত মানুষের সমাগম ঘটে। সবাই দাড়িয়ে আছে লম্বা লাইনে। তবে বেশির ভাগ মানুষই ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ভূটানের।

৮ ই জানুয়ারি ঢাকা টঙ্গিতে যে বিশ্ব ইস্তেমা অনুষ্টিত হতে যাচ্ছে তারই প্রতিচ্ছবি এ মুসলিম সমাজের মানুষ। বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইস্তেমাতে মানুষ আসছে। এদের মধ্যে কিছু মানুষ ইংলিশে কথা বলছেন। আর অন্যরা তাদের দেশীয় ভাষাতেই কথা বলছেন।

একজন ইন্দোনেশিয়ান মো: হাসান (২০) বললেন, "আমার টাকা আছে। কিন্তু আমার অন্য সঙ্গীর পর্যাপ্ত পরিমান  টাকা নেই। তাই আমরা এক সঙ্গে ভারত ঘুরে বাংলাদেশ যাচ্ছি। এতে করে টাকাও বাঁচবে আর সবাই একসঙ্গে যেতেও পারব।"

কাষ্টমস অফিসার একজন বিশ্ব ইস্তেমাতে যোগদানকারির কাছে জিজ্ঞাসা করলেন, "নেম"। তো তিনি কিছুই বুঝতে পারলেন না। তার পাশের এক সহযাত্রী বললেন আপনার "নামা" বলতে বলছেন উনি। ইন্দোনেশিয়া ভাষায় নামকে "নামা" বলে। তখন তিনি তার নাম বললেন। তখন কাষ্টম অফিসার তাঁর পাসপোর্ট এন্ট্রি করলেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.