সর্বশেষ

চৌমুহনীতে আ’লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল মেয়র নির্বাচিত

লোকসংবাদ প্রতিবেদন:
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে দুই দফার নির্বাচনে ১৯টি কেন্দ্র ফলাফলে ১৪,৭৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০,৮০৭ ভোট। ৯ কেন্দ্রের ভোট গণনা শেষে মঙ্গলবার রাত আটটার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ মনির হোসেন ফলাফল ঘোষণা করেন।

এরআগে সকাল আটটা থেকে পৌরসভার ১০টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও বিশৃঙ্খলার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিজাডিং অফিসার গোলাম মোস্তফা। তবে, ওই কেন্দ্রের মোট ভোট ২৫৬১ দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানে কোনো প্রভাব পড়বে না। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্থগিত ১০ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.