লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ে পিটি করার সময় অচেতন হয়ে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সানজিদা খানম (১৫) নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাঈম চৌধুরী জানান, বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সানজিদা কখনো স্কুল কামাই করতো না। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পৌনো ১০টায় স্কুল মাঠে সহপাঠিদের সাথে পিটি করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যায়। এ সময় সহপাঠি ও শিক্ষকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিন ভাই ও চার বোনের মধ্যে সানজিদা সবার বড় ছিল।
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ে পিটি করার সময় অচেতন হয়ে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সানজিদা খানম (১৫) নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাঈম চৌধুরী জানান, বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সানজিদা কখনো স্কুল কামাই করতো না। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পৌনো ১০টায় স্কুল মাঠে সহপাঠিদের সাথে পিটি করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যায়। এ সময় সহপাঠি ও শিক্ষকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিন ভাই ও চার বোনের মধ্যে সানজিদা সবার বড় ছিল।