সর্বশেষ

নোয়াখালী মুক্ত দিবস উদযাপিত (ভিডিও সহ প্রতিবেদন)

লোকসংবাদ প্রতিনিধি:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিকেলে জেলা শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধারা ছাড়াও সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সিটিটিউট (পিটিআই) সংলগ্ন নোয়াখালী মুক্তমে  আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলে এলাহী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ হানিফ।

আলোচনা শেষে শিশু-কিশোরদের অঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.