সর্বশেষ

ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

লোকসংবাদ প্রতিনিধি:
দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে হুমকি দেয়া এবং তাঁর বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ভোরের কাগজ পাঠক ফোরাম নোয়াখালীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সচিত্র নোয়াখালী প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক সফল বার্তা সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক জনজমিন সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আজমলা আক্তার, দৈনিক জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিনিধি রুনু হাসান, দৈনিক বর্ণিক বার্তার নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক।

এতে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক হাতিয়া কন্ঠ সম্পাদক এম দিলদার উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ প্রধান নির্বাহী আবুল হাশেম, প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরমান আক্তার মুনা, সাংবাদিক আবদুল মোতালেব, গাজীউল হক গাজী, ভোরের কাগজ সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাস, আরেফিন শাকিল, মো. ইদ্রিস মিয়া, আসাদ উল্লা মিলন্টন, মোসলেহ উদ্দিন, গাজী রুবেল, জুয়েল রানা লিটন, ইমাম উদ্দিন আজাদ, ভোরের কাগজ পাঠক ফোরাম নোয়াখালীর সদস্য কামাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন সুমন, রফিকুল ইসলাম রাসেল, হারুন অর রশিদ, মো. আরিফ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক- ছাত্র, আইনজীবি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে হুমকি দেয়া এবং তাঁর বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ এবং ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আজ সারাদেশে ৫৭ ধারার মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা রুজু সহ গ্রেফতারি পরোয়ানা জারি করে গণমাধ্যমের কন্ঠ রোধের ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাংবাদিকরা এ ধরনের হয়রানীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.