সর্বশেষ

নোবিপ্রবি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শূন্য আসন ও কোটায় ভর্তি ২৯ জানুয়ারি

লোকসংবাদ প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির শূন্য আসন ও কোটায় ভর্তি ২৯ জানুয়ারি ২০১৮। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ওইদিন সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও অনুষঙ্গিক ফি অনুমানিক ১৫,০০০ (পনেরো হাজার) টাকাসহ ভর্তিচ্ছুদের উপস্থিত হতে হবে। ইউনিট ও বিভাগ ভিত্তিক শূন্য আসনের বিবরণী ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২৯ ও ৩০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফি অগ্রণী ব্যাংক লি:, নোবিপ্রবি শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nstu.edu.bd তে পাওয়া যাবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.