মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধ গণসমাবেশ
লোকসংবাদ প্রতিবেদনঃ
নোয়াখালী জেলায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ জেলাবাসী আজ মিলিত হয়েছে এক প্রতিবাদ সমাবেশে। একলাশপুরে সংঘটিত ঘৃণ্য যৌন নিপীড়ন ও ধষর্ণের ঘটনাকে কেন্দ্র করে জেলার সক্রিয় নারী অধিকার কর্মী ও নাগরিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আজ ৫ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হয় “নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ” শীর্ষক গণসমাবেশ। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সমাবেশের দিনব্যাপি অনুষ্ঠানমালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাত শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
গণসমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব আলমগীর হোসেন। উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে শুন্য সহনশীলতা দেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাম থেকে শুরু করে জেলা পর্যায়ে স্থানীয় সরকার ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে নারী নির্যাতনের বিরুদ্ধে একযোগে কাজ করার আহবান জানান। উদ্ধোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনের তিন যুগ্ম আহবায়ক মানবাধিকার কর্মী আবদুল আউয়াল, মোল্লা হাবিবুর রাসুল মামুন ও লায়লা পারভীন। প্রধান অতিথি জেলা প্রশাসক শাড়ীতে আকা প্রতিবাদী আলপনা, কিশোরীদের অংশগ্রহনে কারাতে প্রদশর্নী ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
গণ-সমাবেশে অংশগ্রহনকারী জেলার বিভিন্ন অংশ ও ঢাকা থেকে আগত নারী আন্দোলনের নেতৃবৃন্দ জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসুচী গ্রহনের আহবান জানান। একলাশপুরের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ও জেলার বিভিন্ন স্থানে নারী নির্যাতনে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী রেহনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ, জান্নাতুল মাওয়া, বীথি ঘোষ, নাসিমা মুন্নী, উম্মে কুলসুম, আয়েশা সিদ্দিকা লাকী, এডভোকেট কল্পনা রানী দাস প্রমুখ।
সমাবেশ উদ্বোধন ও দিনব্যাপি নারী জাগরণী সঙ্গীত পরিবেশনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং একলাশপুরের নারী সাহসীকার প্রতি সংহতিমূলক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠীত হয়।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।