সর্বশেষ

কোম্পানীগঞ্জে শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ উদ্বোধন



মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার সকাল ১০টায় বসুরহাট পৌর এলাকায় শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন। উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে এ তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম নুরুজ্জামান, মাকসুদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল বাশার, পেশকারহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল আলম, তথ্য সংগ্রহকারী ও বসুরহাট এসএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম প্রমূখ। কোম্পানীগঞ্জ উপজেলায় শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত আছে ৪০৩জন সরকারী, বেসরকারী ও কমিউনিটি প্রাথমিক শিক্ষক। ২২জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত ৫দিন ব্যাপী এ জরিপের তথ্য সংগ্রহ করা হবে। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.