মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
কোম্পানীগঞ্জে দুঃস্থদের মাঝে ১৬০০পিস শীত বস্ত্র বিতরণ
মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার সকাল ১০টায় উপজেলার বসুরহাট পৌরসভাসহ ৮টি ইউনিয়নে গরীব দুঃস্থদের মাঝে ১৬০০ পিস কম্বল বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও মেট্টো শপিং মলের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম ফারুক। উপজেলার চরাঞ্চল চরবালুয়া, উড়িরচর, গাংচিল, চরএলাহী, মুছাপুর, রামপুর, চরহাজারী, চরফকিরা, চরপার্বতী ও বসুরহাট পৌরসভা এলাকায় এ সকল কম্বল শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।
শিল্পপতি ফখরুল ইসলাম ফারুক সারা বছর বিভিন্ন সময়ে নিজ এলাকায় গরীব দুঃস্থ পরিবারদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন। কম্বল বিতরণ পূর্ব সময়ে ফখরুল ইসলাম ফারুক এলাকার সকল বিত্তবানকে গরীব দুঃস্থদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।