সর্বশেষ

কোরবানির শুদ্ধতা নিয়ে হাইকোর্টের রিট নোয়াখালীতে দেব নারায়ন মহেশ্বরের বিরুদ্ধে মামলা

কোরবানির শুদ্ধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদনকারী দেব নারায়ন মহেশ্বরের বিরুদ্ধে বুধবার নোয়াখালীতে মামলা দায়ের হয়েছে। জেলার বিচারিক ম্যাজিষ্ট্রেট এএসএস শহিদুল্লাহ কায়সারের আদালতে সেনবাগ উপজেলার অষ্টদ্রোন গ্রামের নুর নবী নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদির আরজি আমলে নিয়ে আগামি ১১ আগষ্ট মামলার শুনানীর দিন ধার্য করেন।

মামলার আরজিতে বাদি উল্লেখ অভিযোগ করেন, গত ২ আগষ্ট একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘‘কোরবানির শুদ্ধতা দাবী করে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট পরিচয় দানকারী দেব নারায়ন মহেশ্বর নামের এক ব্যক্তির হাইকোটে রিট” করেছেন মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখিত রিট আবেদনকারীর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হেনেছে এবং গোটা মুসলিম জাহানকে অপমান করা হয়েছে। এ অবস্থায় ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অপরাধে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও শাস্তির দাবি করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল আজিম চৌধুরী জানান, আসামি মহামান্য হাইকোটে কোরবানির শুদ্ধতা নিয়ে যে রিট দাখিল করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাকে অপমান করেছেন। বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বিধায় আদালত বাদির আবেদন আমলে নিয়ে শুনানীর দিন ধার্য করেন।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.