মামলার আরজিতে বাদি উল্লেখ অভিযোগ করেন, গত ২ আগষ্ট একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘‘কোরবানির শুদ্ধতা দাবী করে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট পরিচয় দানকারী দেব নারায়ন মহেশ্বর নামের এক ব্যক্তির হাইকোটে রিট” করেছেন মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখিত রিট আবেদনকারীর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হেনেছে এবং গোটা মুসলিম জাহানকে অপমান করা হয়েছে। এ অবস্থায় ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অপরাধে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও শাস্তির দাবি করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল আজিম চৌধুরী জানান, আসামি মহামান্য হাইকোটে কোরবানির শুদ্ধতা নিয়ে যে রিট দাখিল করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাকে অপমান করেছেন। বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বিধায় আদালত বাদির আবেদন আমলে নিয়ে শুনানীর দিন ধার্য করেন।
- আবু নাছের মঞ্জু