সর্বশেষ

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লোকসংবাদ রিপোর্ট:
নোয়াখালীতে মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংস্থা এনআরডিএস এই কর্মসূচীর আয়োজন করে।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে ”জেগে উঠো নারী-পুরুষ নির্যাতনের বিরুদ্ধে” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র’র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সভাপতি শিরিন আক্তার, নারী নেত্রী পপি রহমান, রৌশন আক্তার লাকি, সংস্কৃতজন এমদাদ হোসেন কৈশোর,  নুরুল আলম মাসুদ প্রমুখ। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তৃণমূল শিল্পীরা নারী নির্যাতন বিরোধী গণসংগীত পরিবেশন করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.