সর্বশেষ

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৫টি মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ও গাংচিলে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত ১৫টি মামলায় ২০হাজার ৬’শ ৫০টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ আমজদ হোসেনে নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানাযায়, বৃহস্পতিবার সকালে চৌধুরীহাট ও গাংচিল বাজারে মটরযান আইনে ২টি, বন আইনে ৪টি, বিশুদ্ধ খাদ্য আইনে ৬টি, ধুমপান আইনে ১টি ও অবৈধ সার বিক্রির অপরাধে ২টিসহ মোট ১৫টি মামলা করেন ভ্রাম্যমান আদালত। এতে ২০হাজার ৬শ ৫০টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা কিছু স্থাপনা উচ্ছেদ করে রাস্তায় যান চলাচলের জন্য উম্মুক্ত করা হয়।



  • মোঃ শরফুদ্দিন শাহীন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.