সর্বশেষ

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর ও হাতিয়ায় উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
সুবর্ণচর উপজেলার রিটার্নিং অফিসার শ্রীনিবাস দেবনাথ জানান, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারন সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২১ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারন সদস্য পদে ৩৫১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
ইউএনও হাতিয়ার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকী ৪টি ইউনিয়নের  ব্যাপক এলাকা নদীগর্ভে  বিলীন হয়ে  যাওয়ায় সেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.