>লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সদর উপজেলার ১৪নং মান্দারী
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর
রহিম মিজানের সমর্থকেরা প্রতিদ্বন্দী
চেয়ারম্যান
প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম
দিপুর নির্বাচনী কাজে ব্যবহৃত সি এনজি
অটোরিকসা ও মাইক ভাংচুরের ঘটনায়
রির্টানিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান
মিজানুর
রহিমকে শোকজ ও আজ বুধবার সতর্ক করেন।
জেলা নির্বাচন অফিস সৃত্রে জানা গেছে,
গত ১৩ ই জুন দুপুরে মান্দারীর বাজারের
জাহাঙ্গীর মাইক সার্ভিস নামক দোকানের
সামনে চেয়ারম্যান প্রার্থী মাহামুদুল করিম
দিপুর সমর্থনে একটি সিএনজি
অটোরিকসায় মাইক বাঁধার সময় মিজানুর
রহিমের সমর্থকেরা
হামলা চালিয়ে মাইক ও গাড়ী ভাংচুর গাড়ীর
চালক মোঃ শাহিদকে মারধর করে আহত করে।
এ ব্যাপারে মাহমুদুল করিম দিপু, রির্টানিং
কর্মকর্তা বরাবর অভিযোগ করলে তিনি
তাৎক্ষনিক ঘটনারস্থল পরিদর্শন করেন।এ সময়
জাহাঙ্গীর মাইক সার্ভিসের মালিক জাহাঙ্গীর ও
গাড়ীর চালক মোঃ শাহিদ সহ একাধিক
প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতার বিবরণ দেন ।্
এ ব্যাপারে রির্টানিং কর্মকর্তা আবদুল
মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি
জানান, আমি তদন্ত কালে ঘটনার সত্যতা
পেয়েছি।এ কারনে প্রার্থীকে নির্বাচনী
আচরণ
বিধি লংগণের অভিযোগে সতর্ক করে
দিয়েছি।এবং এর অনুলিপি লক্ষ্মীপুর থানাকে
প্রেরণ
করেছি।
লক্ষ্মীপুর থানার ওসি মোঃ গোলাম সারওয়ার বলেন,
এস আই আবদুর রব ঘটনার তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রবিউল ইসলাম খান,
লক্ষ্মীপুর প্রতিনিধি
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানকে শোকজ ও সতর্ক
লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানকে শোকজ ও সতর্ক
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।