লোকসংবাদ প্রতিবেদন:
এওজবালিয়ায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ
“জেগে ওঠো নারী পুরুষ, নারী নির্যাতনের বিরুদ্ধে” – এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ে ২৯ নভেম্বর বিকেলে এক নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উন্নয়ন সংস্থা এনআরডিএস ও ইটিইএ
ফাউন্ডেশন এর সহযোগিতায় এওজবালিয়া ইউনিয়ন জীবিকা উন্নয়ন সংগঠনগুলো এই সভার
আয়োজন করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক কামাল হোসেন, এনআরডিএস এর কর্মসূচী সমন্বয়কারী মাহাতাব উদ্দিন, কর্মসূচী কর্মকর্তা শহীদুল ইসলাম মুকুল, মারুফা নাজনীন, জীবিকা উন্নয়ন সংগঠনের সদস্য নুর আলম, ফুলমতি, বেলাল হোসেন, সাদিয়া বেগম প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা চরাঞ্চলে যৌতুক প্রথাকে নারী নির্যাতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন এবং যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।