সর্বশেষ

নোয়াখালীতে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

লোকসংবাদ প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিনে সোমবার নোয়াখালীর ৯ উপজেলা টিকাদান বন্ধসহ কর্মবিরতি কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক এনায়েত রাব্বী গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-১. বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান; ২. মূল বেতনের ৩০ ভাগ মাঠ ও ঝুঁকি ভাতা প্রদান; ৩. প্রতি ৬ হাজার জনসংখ্যায় একজন স্বাস্থ্যসহকারী নিযোগ ও ৪. ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন।

দাবিগুলো মানা না হলে টিকাদান কর্মসূচি বন্ধসহ সহ কর্মবিরতি পালনের ঘোষণা দেন তিনি। এরই অংশ হিসেবে নোয়াখালীর সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মবিরতি পালন পালন করা হয়।

সোনাইমুড়ী উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান ও  সাধারণ সম্পাদক ওমর ফারুখ চৌধুরী জানান, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্তী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের অযবদান ও কাজের ধরন দেখে টেকনিক্যাল পদমর্যাদাসহ সকল দাবি মেনে নেয়ার ঘোষনা দেন। কিন্তু গত ১৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.