মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালী শহরে মাদক বিক্রির প্রতিবাদে অতিষ্ট বাসিন্দাদের শোভাযাত্রা ও মানববন্ধন
নোয়াখালী শহরে মাদক বিক্রির প্রতিবাদে অতিষ্ট বাসিন্দাদের শোভাযাত্রা ও মানববন্ধন
নোয়াখালী শহরের মাইজদী বাজার ও আশেপাশের এলাকায় মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদে রোববার শোভাযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে স্থানীয় বাসিন্দা যুবকেরা। এসময় তাঁরা মাদকবিরোধী বিভিন্ন ফেষ্টুন বহন করে এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার সময় মাইজদী বাজার এলাকা থেকে পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর ব্যানারে শোভাযাত্রাটি বের হয়। এর পর শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে একই দাবিতে প্রায় আধঘন্টা মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে কামাল রেজা, লোকেশ চন্দ্র দে, জাহেদ হোসেন দিদার, রহমত উল্লা ভূঁইয়া, আবদুল হামিদ রাজু বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক মিজানুর রহমানের কাছে এসংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করা হয়।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।