নোয়াখালীতে উত্যক্ত করার অভিযোগে শুক্রবার হারুন আল মাহমুদ (৩০) নামে এক যুবককে জেল হাজতে দিয়েছে আদালত। হারুন সদর উপজেলার পশ্চিম চর উরিয়ার আজিজুল হক পাটোয়ারীর ছেলে। মধ্যম চর উরিয়ার আবু তাহেরের মেয়েকে উত্যক্ত করার অভিযোগে বৃহ¯প্রতিবার বিকেলে সুধারাম থানা পুলিশ হারুনকে গ্রেপ্তার করে।
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, তাসলিমাকে উত্যক্ত করার অভিযোগে এরআকে ২০০৮ সালে হারুনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঐ মামলায় অনেকদিন হাজতবাসের পর জামিনে আসে হারুন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।